
গাইবান্ধা জেলা প্রতিনিধি

সম্প্রতি কিছু সংবাদ মাধ্যমে গাইবান্ধা জেলা জজ কোর্টের সদর কোর্ট সেরেস্তায় প্রকাশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদে যেসব কর্মকর্তা-কর্মচারীর নাম উল্লেখ করা হয়েছে, তারা কোনোভাবেই এ ধরনের অনিয়ম বা ঘুষ লেনদেনের সঙ্গে জড়িত নন। আদালতের মর্যাদা নষ্ট করা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সামাজিক সম্মানহানি ঘটানোর উদ্দেশ্যেই এ ধরনের সংবাদ পরিবেশন করা হয়েছে।
গাইবান্ধা জেলা জজ কোর্টে সকল কার্যক্রম আইনানুগভাবে পরিচালিত হয়। আদালতের কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা, সততা ও শৃঙ্খলা বজায় রাখা হয়। এখানে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা বেআইনি কার্যকলাপের স্থান নেই।
আমরা দৃঢ়ভাবে বলতে চাই—এ ধরনের মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার কেবল আদালতের ভাবমূর্তি ক্ষুণ্নই করছে না, ন্যায়বিচারের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট করারও অপচেষ্টা। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের পূর্বে যথাযথ তথ্য-উপাত্ত যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় দেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট সকল সংবাদ মাধ্যমকে অনুরোধ করছি। অন্যথায়, এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে আমরা বাধ্য হবো।
প্রতিবাদকারীগণ
গাইবান্ধা জেলা জজ কোর্ট পরিবারের পক্ষ থেকে