

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানা লংগাইর ইউনিয়ন বাঘবাড়ি গ্রামের মো চাঁন মিয়ার মেয়ে মাইজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩য় শ্রেণী)র শিক্ষার্থী ইকরা (০৮) ধর্ষণের শিকার হয়।
জানা যায়, ( ২১ ফেব্রুয়ারী) শুক্রবার পাশের গ্রামের (মাইজবাড়ি) মৃত জুলহাস উদ্দিনের ছেলে এমদাদুল শেখ (৩০) জোরপূর্বক ধর্ষণ করে।
এই ব্যাপারে পাগলা থানায় অভিযোগ দায়ের করলে, অভিযোগের পর পরই আসামিকে গ্রেফতার করে পাগলা থানা পুলিশ।