গফরগাঁওয়ে টাংগাব ইউনিয়নে যুবদল নেতাকে আওয়ামী সন্ত্রাসীর হুমকি

print news
Img

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সালেহ আকরাম খান তসলিম এর বাড়িতে টংগাব ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আকরাম আলী তার সন্ত্রাসী বাহিনী নিয়ে হুমকি দেয়।

জানা যায়, আকরাম আলী’র সাথে পূর্ব হইতেই তসলিমের রাজনৈতিক বিরোধিতা ছিল।

এই শত্রুতাভাব পোষণ করে আকরাম আলী তসলিমের মৎস্য ফিশারী জবরদখল করে এবং বিভিন্ন ভাবে অত্যাচার করিয়া আসিতেছিল বিগত আওয়ামী সরকার ক্ষমতায় থাকা কালীন। বিগত সতেরো বছর আকরাম বাহিনীর অত্যাচারে টাংগাব ইউনিয়নের মানুষজন অতিষ্ঠ।

তসলিমের কাছে চুক্তিপত্র ও বিজ্ঞ আদলতের রায়ের আদেশ থাকা সত্ত্বেও আকরাম আলী তসলিমের ফিশারীর ব্যবসা বন্ধ করার জন্য পায়তারা করে আসছিল ।

গত ০৫/০৩/২০২৫ ইং তারিখে তসলিম ফিশারীর কাজ শেষে বরমী চলে গেলে দুপুর আনুমানিক ১২ঃ০০ ঘটিকায় সময় আকরাম আলী লোহার বড় হাতে নিয়ে তসলিমের বাড়িতে যাইয়া অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, তসলিম বাড়িতে না থাকায় তসলিমের বৃদ্ধ মা বাবা কে সকলের সামনে প্রকাশ্যে খুন জখমের হুমকি দিয়ে আসে।

উক্ত বিষয়ে তসলিম পাগলা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পাগলা থানা পুলিশ সরোজমিন থেকে তদন্ত করে যাওয়ার পর আওয়ামী সন্ত্রাসী আকরাম আলী তার সন্ত্রাসী বাহিনী নিয়ে পুনরায় দেশীয় অস্ত্র নিয়ে তসলিমের পানির পাম্প ভাংচুর করে। এই বিষয়ে পুনরায় পুলিশকে জানানো হয়।

পাগলা থানা অফিসার ইনচার্জ জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *