

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ এর শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে উপজেলা প্রশাসন গফরগাঁও এর আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া অনুষ্ঠান করা হয়। সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন ময়মনসিংহ
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এম. এম. আব্দুল্লাহ আল মামুন উপজেলা প্রশাসন গফরগাঁও।
সঞ্চালনা করেন, উপজেলা নির্বাহী অফিসারের সহকারী আমিনুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, উপজেলা মৎস অফিসার।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক উপজেলা পরিষদের সাবেক বাইস-চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন,
ময়মনসিংহ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্যপাত্র ফয়সাল, জেলা যুগ্ম আহবায়ক মবিনুর রহমান মবিন।
জানা যায়, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে গফরগাঁওয়ের তিনজন শহীদ হয় ওনারা হলেন শহিদ কবির, শহিদ কামরুজ্জামান, শহিদ আব্দুন নূর।
তাছাড়া গফরগাঁও এর ১৬ জন আহত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের লোকজন।