

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জুলাই বিপ্লবে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে গফরগাঁও উপজেলা গণঅধিকার পরিষদ (জিওপি) ও অঙ্গ সংগঠন।
১৪ মার্চ শুক্রবার উপজেলা গণঅধিকার পরিষদের কার্যালয় গফরগাঁও জামতলা মোড় হাজী আফতাব টাওয়ার ৪র্থ তলায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও আজকের অনুষ্ঠানের সভাপতি আব্দুর রহিম, ময়মনসিংহ জেলার সাবেক সভাপতি এইচ.এম. আসাদুজ্জামান আসাদ সহ উপজেলা গণঅধিকার পরিষদ, যুবঅধিকার পরিষদ ও ছাত্রঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন, গফরগাঁও উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মনির আহমেদ, উক্ত সময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হানিফ খান সহ জেলা ও উপজেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ ।