

পবিত্র রমজান মাসেও যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই শিশু।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার লাইভ আপডেটে মঙ্গলবার (১৮ মার্চ) সকালে এই তথ্য জানানো হয়। হামাসের দাবি, ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে। নেতানিয়াহু ও তার উগ্রপন্থী সরকার এই চুক্তি বানচালের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
এদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, গাজায় হামলা শুরুর আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছিল। ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, হামাস, হুথি ও ইরানসহ যারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে আতঙ্কিত করতে চায়, তাদের চরম মূল্য দিতে হবে। তিনি আরও বলেন, হুথি, হিজবুল্লাহ, হামাস, ইরান এবং ইরান সমর্থিত সন্ত্রাসী প্রক্সিগুলোর উচিত ডোনাল্ড ট্রাম্পকে গুরুত্বের সঙ্গে নেওয়া। কারণ, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের পক্ষে দাঁড়াতে ভয় পান না।
গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের হামলায় এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ইসরায়েলের হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। লাখ লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর মঙ্গলবার ভোর থেকে গাজায় সবচেয়ে বড় হামলা চালাল ইসরায়েল।