গফরগাঁওয়ে বালু তোলা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ১

print news
img

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানার নিগুয়ারী ইউনিয়েনর ত্রিমহনী পল্টন মোড়ে বালু তোলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মেহেদি হাসান রাকিব (২৪) নামে এক যুবক নিহত হয়েছে ও একই গ্রামের মোঃ সাবিদ (২৪) গুলিবিদ্ধ হয়েছে। সোমবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদি হাসান রাকিব উক্ত গ্রামের মজিবুর রহমানের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোঃ ইয়াসিন ও নিহত মেহেদি হাসান রাকিবের সাথে বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত ১০ টার দিকে দুই পক্ষ বালু তোলা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে মেহেদি হাসান রাকিবকে ইয়াসিন গ্রুপের লোকজন কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় সাবিদ (২৪) নামে একজন গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ১০ জনকে চিহ্নিত করে ও ৫/৬ জনকে অজ্ঞাত করে পাগলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত আসামি গণ হলো, ইয়াসিন (৪৫) পিতা মৃত আমির হুসেন, জিয়াউল ইসলাম মৃধা (৩৫) পিতা হেলাল উদ্দিন মৃধা, মোফাজ্জল হোসেন (৫০), পারভেজ শেখ (২৬) পিতা হাবিবুল্লাহ মেম্বার, মিজো মিয়া (২৫) পিতা দুলাল শেখ, নজরুল শেখ (৫৫) পিতা সাত্তার শেখ, জাহিদুল ইসলাম (২৪) পিতা আবুল হোসেন, তাইজু বেপারি (৪২) পিতা মৃত্য হেকমত, মুন্তাজ আলী (৩৫) পিতা মৃত ফুরকান, বেলাল বেপারি (৪০) পিতা মৃত করিম।

পাগলা থানা অফিসার ইনচার্জ জানান, আসামি ধরার প্রক্রিয়া চলমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *