

চীনের উদ্দেশে চার দিনের রাষ্ট্রীয় সফরে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার দুপুর ১টার দিকে তিনি চীনের বিশেষ একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার এই সফরে চীনের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।
সফরের প্রথম দিন, বৃহস্পতিবার, প্রধান উপদেষ্টা বোয়াও সম্মেলনের প্লেনারি সেশনে বক্তব্য রাখবেন। একই দিনে তার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস। এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার নানা ইস্যু নিয়ে আলোচনা হবে। এছাড়া, একই দিনে তিনি হুয়াওয়ে কোম্পানির উচ্চ-প্রযুক্তিসম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন।
চীনে তার সফরের শেষে, শনিবার পিকিং ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা এবং সেখানে তিনি একটি বিশেষ বক্তব্য দেবেন। পরবর্তীতে বেইজিং থেকে বিশেষ বিমানে ঢাকায় ফিরে আসবেন তিনি।