গফরগাঁওয়ে মহিলা দলের সভাপতি আফসানা মিমিকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।

print news

img

ময়মনসিংহ গফরগাঁও প্রতিনিধি  ||

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সহ-সভাপতি আফসানা মিমিকে দলীয় পদবী থেকে অব্যাহতি দেওয়া হয়।

তারই প্রতিবাদে আজ (২৬ মার্চ) বুধবার গফরগাঁও হাসপাতাল রোড মহিলা দলের কার্যালয়ের সামনে গফরগাঁও উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

তাদের দাবি মহিলা দলের সভাপতি আফসানা মিমিকে ষড়যন্ত্র করে মিথ্যা ও বানোয়াট অভিযোগের ভিত্তিতে তার দলীয় পদবী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নেতৃবৃন্দের দাবী আফসানা মিমিকে পুনরায় দলীয় পদে পুনর্বহাল করার জন্য, তারা কেন্দ্রীয় ও জেলা কমিটির কাছে দাবি জানান, যে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগের ভিত্তিতে আফসানা মিমিকে অব্যাহতি দেওয়া হয়েছে তা পুনরায় আবার সুষ্ঠু তদন্ত করে আফসানা মিমিকে তার দলীয় পদে আবার পুনর্বহাল করার জন্য।

এ সময় উপজেলা মহিলা দলের সদস্যবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মহিলা দলের নেতৃরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *