পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ও সফরের আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

print news
img

বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সোমবার (৩১ মার্চ) এক টেলিফোন সংলাপে তিনি এই শুভেচ্ছা জানান। পাশাপাশি, পাকিস্তান সফরের জন্য ড. ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

ফোনালাপে শেহবাজ শরিফ জানান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার আগামী ২২ এপ্রিল বাংলাদেশ সফরে আসবেন। তিনি বলেন, এই সফর দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচন করবে।

এই আলোচনায় বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার প্রসঙ্গও উঠে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার মনোরম কথোপকথন হয়েছে। এতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

শেহবাজ শরিফ আরও বলেন, ‘আগামী ২২ এপ্রিল পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা সফরে আসছে, যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করবে।’

তিনি আরও জানান, ‘ড. ইউনূসকে তার সুবিধামতো সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছি এবং কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে নিয়ে বাংলাদেশ থেকে একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তানে আসার আমন্ত্রণ দিয়েছি। ইনশাআল্লাহ, পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *