

আবহাওয়া অধিদফতর আশঙ্কা প্রকাশ করেছে যে, এপ্রিল মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পাশাপাশি, এ মাসে তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
আবহাওয়া অফিসের বিশেষজ্ঞ কমিটি বিভিন্ন মডেল, উপাত্ত ও বায়ুমণ্ডলীয় বিশ্লেষণের মাধ্যমে এই পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বজ্রসহ হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে ৫ থেকে ৭ দিন, এবং ১ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে।
এপ্রিল মাসে বঙ্গোপসাগরে লঘুচাপের পাশাপাশি, দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। এছাড়া, দেশে ২ থেকে ৪টি মৃদু অথবা মাঝারি এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এ কারণে, আবহাওয়া অধিদফতর জনগণকে আগাম সতর্কতা অবলম্বন এবং ঝড় বা তাপপ্রবাহের সময় যথাযথ প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে।