

২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত বাংলাদেশের গণঅভ্যুত্থানে সাহসী ভূমিকা পালন করা একদল নারীকে ‘ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
স্থানীয় সময় সোমবার (৩১ মার্চ) নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এ বিষয়ে কথা বলেন। তিনি জানান, জুলাইয়ের সাহসী নারীরা সবার জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন।
সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, বাংলাদেশি নারীদের একটি দল ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য আন্তর্জাতিক পুরস্কার পেতে যাচ্ছে। এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কি না?
ব্রুস বলেন, “আমি বাংলাদেশের রাজনীতির প্রকৃতি নিয়ে কিছু বলতে চাই না। তবে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কারের বিষয়টি তুলে ধরতে চাই। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ১৯তম বার্ষিক আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করেছেন, যেখানে ২০২৫ সালে আটজন অসাধারণ নারীকে স্বীকৃতি দেওয়া হবে। বিশ্বজুড়ে ম্যাডেলিন অলব্রাইট সম্মানসূচক গ্রুপ আইডব্লিউওসি পুরস্কারের মাধ্যমে তাদের কাজের স্বীকৃতি দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আইডব্লিউওসি পুরস্কার সেইসব নারীদের স্বীকৃতি দেয়, যারা ব্যতিক্রমী সাহস, শক্তি এবং নেতৃত্ব প্রদর্শন করেছেন। পুরস্কারপ্রাপ্তরা হলেন শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার এবং নারী ও মেয়েদের ক্ষমতায়নের সমর্থক।”
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ২০০৭ সাল থেকে ৯০টিরও বেশি দেশের ২০০ জনেরও বেশি নারীকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। বিদেশে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনগুলো তাদের নিজ নিজ দেশ থেকে একজন সাহসী নারীকে মনোনীত করে এবং চূড়ান্ত প্রার্থীদের নির্বাচন ও অনুমোদন করে ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুরস্কারপ্রাপ্ত নারীরা ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক ভিজিটর লিডারশিপ প্রোগ্রামে অংশ নেবেন এবং লস অ্যাঞ্জেলেসের সম্প্রসারিত প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাবেন। সেখানে তারা আমেরিকান নারী নেত্রীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন এবং বিশ্বব্যাপী নারীদের ক্ষমতায়নের কৌশল নিয়ে আলোচনা করবেন।
এ প্রসঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক অভিনন্দন বার্তায় বলেন, “আমাদের জুলাই কন্যাদের অসীম সাহসিকতার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে তাদের অসাধারণ সাহসিকতা, নেতৃত্ব ও প্রতিজ্ঞা সত্যিকার অর্থে প্রশংসনীয়।”