লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: যাত্রীবাহী বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০

print news
img

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ফলে এই প্রাণহানি ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

লোহাগাড়া থানার ওসি (অপারেশন) মো. জাহের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, চট্টগ্রামমুখী রিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চালক বারবার বাসটি থামানোর চেষ্টা করলেও সফল হতে পারেননি। এসময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ৮ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র জানিয়েছেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও একই স্থানে একাধিক দুর্ঘটনা ঘটেছে। ঈদের দিন সোমবার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হন। পরদিন মঙ্গলবারও দুটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন আহত হন। স্থানীয়দের দাবি, লবণবাহী গাড়ি থেকে পানি পড়ে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় এই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *