থাইল্যান্ডের দুই মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ড. মুহাম্মদ ইউনূস

print news
img

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানব নিরাপত্তা বিষয়ক মন্ত্রী (এমএসডিএইচএস) বরাওয়ুত সিলপা-আর্চা এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সংযুক্ত মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই।

বৃহস্পতিবার ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে প্রধান উপদেষ্টা বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে বক্তব্য দেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১২টার দিকে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক)-এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংকক পৌঁছান প্রধান উপদেষ্টা। ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনে বিমসটেকভুক্ত বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

আগামী ৪ এপ্রিল প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন এবং এর মধ্যদিয়ে বাংলাদেশের কাছে বিমসটেকের দায়িত্ব হস্তান্তর করা হবে। ওইদিন (৪ এপ্রিল) প্রধান উপদেষ্টা ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

সূত্র: বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *