

রাজধানী ঢাকার সন্নিকটে ময়মনসিংহে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের জন্য সম্ভাব্য জায়গা পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।
আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে তিনি স্টেডিয়াম নির্মাণের জন্য জায়গা পরিদর্শন করেন এবং প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ময়মনসিংহের সদর উপজেলার বাদে কল্পা মৌজায় ২০ একর জমি অধিগ্রহণসহ স্টেডিয়াম নির্মাণের জন্য ক্রীড়া মন্ত্রণালয় একটি প্রস্তাব প্রস্তুত করছে।
মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ‘এই স্টেডিয়াম নির্মিত হলে দেশি-বিদেশি আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামটি ঘিরে পাঁচ তারকা মানের হোটেলসহ অন্যান্য অবকাঠামোও তৈরি হবে, যা ময়মনসিংহের চেহারাও পাল্টে দেবে।’
তিনি আরও বলেন, ‘বিগত সাত বছর ধরে ক্রীড়া মন্ত্রণালয়ের লোকজন স্টেডিয়াম নির্মাণের জন্য যোগাযোগ করলেও প্রকল্পটি বাস্তবায়িত হয়নি।’
সচিব জানান, সরকারের লক্ষ্য যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে দক্ষতা অর্জন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা। ময়মনসিংহে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরি হলে এই অঞ্চলের খেলোয়াড়রা জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে আরো কৃতিত্ব অর্জন করবে।
তিনি বলেন, ‘এ অঞ্চলে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে এবং ময়মনসিংহকে খেলাধুলার তীর্থভূমি হিসেবে গড়ে তোলার জন্য সরকার কাজ করছে। শিগগিরই এখানে একটি ইনডোর স্টেডিয়ামও নির্মাণ করা হবে।’
এ সময় যুব ও ক্রীড়া সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প প্রকৌশলী মো. নাজিম উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার আল লামিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, বিএনপি নেতা এনামুল হক আকন্দ লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।