

পাকিস্তানের পেশোয়ারে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেয়ার অভিযোগে এডমিনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে বৃহস্পতিবার বিকালে মুশতাক আহমেদ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। আফগান সীমান্তে অবস্থিত এই অঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষের ইতিহাস রয়েছে।
পুলিশ জানিয়েছে, আসফাক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মুশতাকের ভাই এএফপিকে জানিয়েছেন, তর্কের জেরে তার ভাই আসফাককে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেয়। এতে ক্ষুব্ধ হয়ে আসফাক ওইদিন ওপেন ফায়ার করে মুশতাককে হত্যা করেন।
তিনিও জানান, আসফাক কেন গ্রুপ থেকে বাদ পড়েছেন তা নিয়ে ক্ষুব্ধ ছিলেন এবং এ কারণে তিনি হত্যাকাণ্ডে জড়ান।