

বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে ‘দুর্নীতি’ এবং প্লট-সম্পদ নিয়ে ‘অনিয়মের’ অভিযোগের সম্মুখীন হওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক আবারও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সংবাদমাধ্যমে ‘হয়রানিমূলক’ প্রচারণার অভিযোগ করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ বুধবার দেওয়া পোস্টে, টিউলিপ সিদ্দিক বাংলাদেশ সরকারের অভিযোগগুলিকে ‘ভুয়া’ বলে দাবি করেছেন। তিনি বলেন, “সংবাদমাধ্যমে মাসের পর মাস মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, কিন্তু তারা আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি।”
তিনি আরও জানান, দুই সপ্তাহ আগে তার আইনজীবীরা সাংবাদিকদের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন, যাতে ভিত্তিহীন অভিযোগের তথ্য সরবরাহ না করার অনুরোধ করা হয়েছিল। চিঠিতে বলা হয়েছিল, যেকোনো বৈধ প্রশ্ন তার কাছে দ্রুত পাঠানো হোক।
“যতক্ষণ পর্যন্ত তারা কোনো আইনসিদ্ধ প্রশ্ন পাঠাবে না, ততক্ষণ আমি ধরে নেবো যে তাদের কোনো বৈধ প্রশ্ন নেই।”
গত ২০ মার্চ, টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ‘ভুয়া প্রচারণা’ চালানোর অভিযোগ তুলেছিলেন। সেদিন, বিবিসি তার আইনজীবীদের চিঠির বরাতে জানিয়েছিল যে, অনুসন্ধানকারীরা আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেনি।
এদিকে, টিউলিপ সিদ্দিক, যিনি লন্ডনে ‘বিনামূল্যে ফ্ল্যাট’ নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন, সংবাদমাধ্যমে এসব অভিযোগের জবাব দিয়ে দাবি করেছেন যে, “প্রতিটি অভিযোগ খণ্ডন করেছি, যদিও সৌজন্যতার আশা করা বাতুলতা ছিল।”
টিউলিপ আরও বলেন, “সংবাদমাধ্যমের যে সমস্ত অভিযোগ উঠে এসেছে, আমি সেগুলোর বিস্তারিত খণ্ডন করেছি, এবং তাদের থেকে কোনো সৌজন্য আশা করা ছিল অবাস্তব।”
দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তার এই অভিযোগগুলো এমন সময় আসছে, যখন তার বিরুদ্ধে গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় সম্পত্তি নিয়ে তদন্ত চলছে।