

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিমসটেক সদস্য দেশগুলোর একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনে তিনি বলেন, “বাংলাদেশ দীর্ঘদিন ধরে উন্মুক্ত আঞ্চলিকতাবাদের স্বপ্ন দেখে। আমরা এমন একটি অঞ্চলের স্বপ্ন দেখি, যেখানে সব দেশ পারস্পরিক সম্মান ও কল্যাণের ভিত্তিতে কাজ করতে পারে।”
অধ্যাপক ইউনূস বলেন, “বিমসটেক অঞ্চল বিশ্বের এক-পঞ্চমাংশ জনসংখ্যার আবাসস্থল, যেখানে অনেক চ্যালেঞ্জ বিদ্যমান। তবে যদি সেগুলোকে সম্ভাবনায় রূপান্তর করা যায়, তা হলে বিশাল সুযোগ তৈরি হতে পারে।” তিনি জানান, বাংলাদেশ বিমসটেক সচিবালয় হোস্টিং করার মাধ্যমে সংস্থার সম্ভাবনা কাজে লাগাতে প্রস্তুত।
তিনি জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি ও সীমান্ত পেরিয়ে বিদ্যুৎ বাণিজ্যকে টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি, বিমসটেক অঞ্চলে পারস্পরিক বাণিজ্য ও কানেক্টিভিটি বাড়ানোর জন্য ‘বিমসটেক এফটিএ চুক্তি’ বাস্তবায়নের আহ্বান জানান।
অধ্যাপক ইউনূস আরও বলেন, “আমাদের উচিত একে অপরের স্বার্থকে সম্মান জানিয়ে সহযোগিতামূলক উদ্যোগগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। বিমসটেক কার্যকর ও ফলপ্রসূ উদ্যোগ গ্রহণ করতে পারে, যা আমাদের জনগণের কল্যাণে কাজ করবে।”