

মিয়ানমার প্রথমবারের মতো রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে সুস্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছে। দেশটি জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তালিকা থেকে প্রাথমিকভাবে ১ লাখ ৮০ হাজার জনকে ফেরত নিতে তারা প্রস্তুত।
শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ যে ছয় ধাপে রোহিঙ্গাদের তালিকা পাঠিয়েছিল, সেখান থেকে মিয়ানমার কর্তৃপক্ষ এই সংখ্যা যাচাই করে গ্রহণযোগ্য বলে চিহ্নিত করেছে।
এছাড়া, এখনো প্রায় ৭০ হাজার রোহিঙ্গার ছবি ও পরিচয় যাচাইয়ের জন্য অপেক্ষমাণ রয়েছে। পুরো প্রক্রিয়ার বাকি থাকা ৫ লাখ ৫০ হাজারেরও বেশি রোহিঙ্গার তথ্য দ্রুততার সঙ্গে যাচাই করা হবে বলেও আশ্বাস দিয়েছে মিয়ানমার।
ব্যাংককে অনুষ্ঠিত ৬ষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শোয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে এই তথ্য অবহিত করেন।
এই প্রথম মিয়ানমার এমনভাবে রোহিঙ্গা প্রত্যাবাসনে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানাল, যা রোহিঙ্গা সংকট সমাধানে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
বৈঠকে ড. খলিলুর রহমান সাম্প্রতিক ভূমিকম্পে মিয়ানমারের ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন এবং জানান, প্রয়োজনে বাংলাদেশ অতিরিক্ত মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত।