রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে হত্যা

print news
img

রাজশাহীর বাগমারায় চাঞ্চল্যকর এক ঘটনায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হওয়ার পর ক্ষুব্ধ জনতার হাতে অভিযুক্ত তরুণও প্রাণ হারিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ঝিকড়া ইউনিয়নের রনশিবাড়ি বাজারে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে নজরুলের চায়ের দোকানে বসে থাকা আবদুর রাজ্জাক (৩৫)–কে একই গ্রামের আমিনুল ইসলাম (২২) হঠাৎ ছুরি দিয়ে আঘাত করে। রাজ্জাক ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

ঘটনার পর আমিনুল পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে ধাওয়া করে। একপর্যায়ে সে রনশিবাড়ি গ্রামের এক বাড়িতে আশ্রয় নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতার বাঁধায় অভিযুক্তকে উদ্ধার করা সম্ভব হয়নি।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উত্তেজনা চরমে পৌঁছালে স্থানীয়রা বাড়ির দরজা ভেঙে আমিনুলকে টেনে বের করে এনে পিটিয়ে হত্যা করে। এ সময় বাধা দিতে গিয়ে উপপরিদর্শক সাদিকুল ইসলামসহ পুলিশের ছয় সদস্য আহত হন।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, নিহত আবদুর রাজ্জাক ও অভিযুক্ত আমিনুল দু’জনই নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা। ঘটনার পর অভিযুক্তকে বাঁচাতে পুলিশ চেষ্টা করলেও জনতার আক্রমণে তিনি প্রাণ হারান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *