

ঈদুল ফিতরের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নেওয়ার পর, এখন আবার শুরু হয়েছে কর্মজীবনে ফেরার পালা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে কর্মব্যস্ত মানুষেরা ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন। বিশেষ করে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের ছুটি শনিবার শেষ হওয়ায় রোববার থেকেই কাজে যোগ দিতে হচ্ছে অনেককেই।
শুক্রবার থেকেই বিভিন্ন রুটে ঢাকামুখী যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো ছিল। বাস, ট্রেন ও লঞ্চ—সব পথেই ছিল উপচে পড়া যাত্রীর চাপ। আজ শনিবার সরকারি ছুটির শেষ দিন হওয়ায় সেই ভিড় আরও বেড়েছে। যাত্রীরা জানিয়েছেন, যেভাবে তারা স্বস্তিতে বাড়ি ফিরতে পেরেছেন, ঠিক তেমনই স্বস্তিতে কর্মস্থলেও ফিরছেন।
তবে এই আনন্দযাত্রায় কিছু ভোগান্তির অভিযোগও উঠেছে। বিশেষ করে বরিশাল থেকে ঢাকা ও চট্টগ্রামমুখী যাত্রীদের দ্বিগুণ ভাড়া দিতে হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকেই।
কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বাস টার্মিনালগুলো সরেজমিন ঘুরে দেখা গেছে, ফেরার পথে যাত্রীরা অনেকটাই দুর্ভোগমুক্ত ছিল। দীর্ঘ ছুটির কারণে চাপ কিছুটা হলেও কম ছিল, আর সেই কারণেই ভ্রমণ ছিল অপেক্ষাকৃত আরামদায়ক।