গফরগাঁওয়ের রাজনীতির শুদ্ধপ্রাণ ফজলুর রহমান সুলতান সাহেবের ১০ম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা

print news

img

“কীর্তিমানদের মৃত্যু নেই”—এটি যেন অক্ষরে অক্ষরে সত্যি হয়ে ধরা দেয় গফরগাঁওয়ের রাজনৈতিক ইতিহাসের অন্যতম পথপ্রদর্শক, সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত ফজলুর রহমান সুলতান সাহেবের জীবনীতে।

গফরগাঁওয়ের সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, গফরগাঁও উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি, অবিভক্ত ময়মনসিংহ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য হিসেবে তাঁর অবদান ছিল অনন্য ও অবিস্মরণীয়।
তিনি ছিলেন গফরগাঁওয়ের রাজনৈতিক ইতিহাসে এক প্রজ্ঞাবান, নীতিনিষ্ঠ ও পরিছন্ন রাজনীতিবিদের প্রতিচ্ছবি।

প্রয়াত এই নেতা ছিলেন একজন পরিছন্ন, আদর্শনিষ্ঠ ও নির্লোভ রাজনীতিবিদ। তিনি শুধু রাজনীতিবিদ নন, ছিলেন মানুষের হৃদয়ের নেতা—গফরগাঁওবাসীর প্রিয় ফজলুর রহমান সুলতান।
গফরগাঁওয়ের মানুষ আজও তাঁকে স্মরণ করে একজন সাহসী, নীতিবান, নির্লোভ ও মানবিক জননেতা হিসেবে।
তাঁর মতো নেতৃত্ব আজকের রাজনীতিতে বিরল—এমনটাই বলছেন গফরগাঁওবাসী।

আগামীকাল (০৬ এপ্রিল) তাঁর ১০ম মৃত্যুবার্ষিকীতে গফরগাঁওবাসী গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে এই কিংবদন্তি রাজনীতিবিদকে।

উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে।

আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করি এবং প্রার্থনা করি—আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *