আয়ারল্যান্ডের পাসপোর্ট পেল বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তকমা, বাংলাদেশের অবস্থান ১৮১তম

print news
img

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে উত্তরপশ্চিম ইউরোপের দ্বীপরাষ্ট্র আয়ারল্যান্ডের পাসপোর্ট শীর্ষ স্থান অর্জন করেছে। কর ও অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক পরামর্শক সংস্থা নোমাড ক্যাপিটালিস্টের সম্প্রতি প্রকাশিত হালনাগাদ সূচকে এই তথ্য জানানো হয়েছে। এই সূচক অনুযায়ী, আয়ারল্যান্ডের পাসপোর্টধারীরা বিশ্বের ১৭৬টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারবেন। তাদের পাসপোর্টের স্কোর ১০৯।

এই তালিকায় বাংলাদেশের পাসপোর্ট ১৮১তম অবস্থানে রয়েছে, যেখানে বাংলাদেশের স্কোর ৩৮। বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৫০টি দেশে ভিসামুক্ত অথবা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে সক্ষম।

নোমাড ক্যাপিটালিস্টের এই পাসপোর্ট সূচক তৈরি করা হয়েছে পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে: ভিসা-মুক্ত ভ্রমণের সুবিধা, বিদেশে বসবাসরত বাসিন্দাদের ওপর নির্ধারিত কর, দ্বৈত নাগরিকত্বের সুযোগ, ব্যক্তিগত স্বাধীনতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা।

বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ১৮১তম হলেও, এর আগে নেপাল (স্কোর ৩৯.৫) এবং পরে মিয়ানমার (স্কোর ৩৭.৫) রয়েছে। এদিকে, ভারতের অবস্থান ১৪৮তম (স্কোর ৪৭.৫) এবং পাকিস্তানের অবস্থান ১৯৫তম (স্কোর ৩২)।

বিশ্বের এই পাসপোর্ট সূচক প্রতিনিয়ত পরিবর্তিত হয়, এবং এটি দেশগুলোর আন্তর্জাতিক সম্পর্ক, ভিসা নীতিমালা এবং নাগরিক সুবিধার উপর ভিত্তি করে সাম্প্রতিক বিশ্লেষণের ফলস্বরূপ আপডেট করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *