গফরগাঁওয়ে সাবেক এমপি ফজলুর রহমান সুলতান সাহেবের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

print news
img

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সাবেক সংসদ সদস্য, গফরগাঁও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও ত্যাগী রাজনীতিক ফজলুর রহমান সুলতান সাহেবের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ৬ এপ্রিল (শনিবার) গফরগাঁও পৌরসভা ও উপজেলার ১৫টি ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গফরগাঁও উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সন্ধ্যায় পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সদস্য দুলাল মিয়া এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সদস্য সেলিম আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সদস্য শফিকুল ইসলাম শফিক, উপজেলা যুবদলের সদস্য সৈয়দ সোহেল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আব্বাসি সুজন, গফরগাঁও উপজেলার বিশিষ্ট ঠিকাদার ও সালটিয়া ইউপি পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান মিয়া, সালটিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও কৃষক দলের সাবেক সভাপতি এবং চেয়ারম্যান পদপ্রার্থী জালাল উদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আলাউদ্দিন বাদল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সালটিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ওয়াজ উদ্দিন এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শুভ।

এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা প্রয়াত ফজলুর রহমান সুলতান সাহেবের রাজনৈতিক জীবন, তাঁর ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
তাঁর মতো পরিছন্ন, সৎ ও মানবিক রাজনীতিবিদের শূন্যতা আজও গভীরভাবে অনুভব করেন গফরগাঁওবাসী।

দোয়া মাহফিলে প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *