নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে নাসির হোসেন, মাঠে ফিরলেন ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে

print news
img

দীর্ঘ বিরতির পর মাঠে ফিরলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অলরাউন্ডার নাসির হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন। সোমবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রূপগঞ্জ টাইগার্সের হয়ে খেলতে নামেন তিনি।

সোমবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামে রূপগঞ্জ টাইগার্স। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রূপগঞ্জ, একাদশে ছিলেন নাসিরও।

এর আগে, ২০২১ সালে আবুধাবিতে অনুষ্ঠিত টি-টেন লিগে অংশ নেন নাসির হোসেন। সেখানে এক কর্মকর্তা তাকে একটি আইফোন উপহার দেন, কিন্তু সেই তথ্য গোপন করেন তিনি। আইসিসি’র দুর্নীতিবিরোধী নীতিমালায় এটি গুরুতর লঙ্ঘন হওয়ায়, তদন্তের পর তিনি দোষ স্বীকার করেন। ফলে তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়, যার মধ্যে ছয় মাস ছিল স্থগিত।

নির্ধারিত শাস্তি শেষে নাসিরের ওপর থাকা নিষেধাজ্ঞা সম্প্রতি উঠে গেছে, ফলে তিনি আবারও ক্রিকেট খেলতে পারেন।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের একাদশে ছিলেন যারা:
আব্দুল মজিদ, অমিত মজুমদার, আল আমিন (অধিনায়ক), ফয়সাল আহমেদ রায়হান, হোসনে হাবিব, আওলাদ হোসাইন জীবন, নোহায়েল সানদিদ, মহিউদ্দিন তারেক, আসাদুল্লাহ আল গালিব, আরিফুল হক এবং নাসির হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *