

আজ, সোমবার (৭ এপ্রিল), গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী হরতাল পালিত হচ্ছে। ইসরায়েলি বাহিনীর অব্যাহত বর্বরতা ও শিশু হত্যার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে এই কর্মসূচির ডাক দিয়েছে গাজার নিপীড়িত জনগণ। তাদের আহ্বানে বিশ্বজুড়ে নানা শ্রেণি-পেশার মানুষ, সংগঠন ও নাগরিক সমাজ সংহতি প্রকাশ করছে।
এই আন্দোলনে সংহতি জানিয়ে অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ গতকাল (৬ এপ্রিল) নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। ছবিতে লেখা—“No work, no school until genocide stops”। ক্যাপশনে তিনি লিখেছেন, “হ্যাঁ, সংহতি জানাই। আজ ৭ এপ্রিল ইসরায়েলি দখলদারিত্ব এবং গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী ধর্মঘটে যোগ দিন।”
ছাত্রদলের কর্মসূচি
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আগামীকাল (৮ এপ্রিল) দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল বের করবে। একইসঙ্গে দেশের সব জেলা, মহানগর ও উপজেলা পর্যায়েও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “গাজার নিরীহ মানুষদের ওপর যে নৃশংস গণহত্যা চলছে, তা বিশ্ব বিবেকের প্রতি চরম আঘাত। বাংলাদেশি ছাত্রসমাজ এই অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকতে পারে না।”
রাজনৈতিক-অরাজনৈতিক বিভিন্ন পক্ষের অংশগ্রহণের আহ্বান
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমও এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি এক ফেসবুক পোস্টে লেখেন, “মানুষ ও মুসলিম হিসেবে শুধু প্রতিষ্ঠান বন্ধ রাখাই যথেষ্ট নয়, বরং দলমত নির্বিশেষে সারাদেশে ছাত্র-জনতা একসঙ্গে রাজপথে নেমে ইসরায়েলি খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত।”
তিনি বলেন, “৭ এপ্রিল কোনো দলের পক্ষ হয়ে নয়, বরং বাংলাদেশের পক্ষ থেকে গাজার পক্ষে এই প্রতিবাদ হোক।”
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম লিখেছেন, “গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন। আজ সোমবার, ৭ এপ্রিল ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি সফল করুন।”
বিশ্ববিদ্যালয় পর্যায়ে কর্মসূচির ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনের দুই সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং এ বি জোবায়ের এক বিবৃতিতে জানান, “আজকের ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি সফল করতে আমরা দেশের সব বিভাগের প্রতি আহ্বান জানাচ্ছি।”
রাজু ভাস্কর্যে বিকেলে সমাবেশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত জানান, ‘MARCH For Palestine’-এর অংশ হিসেবে আজ ৭ এপ্রিল বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সংহতি এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
গাজায় চলমান হত্যাযজ্ঞ
ইসরায়েলি বাহিনী গত কয়েকদিন ধরে গাজার দক্ষিণাঞ্চল খান ইউনিসে ধারাবাহিক বোমা হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ হামলায় এক সাংবাদিকসহ বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। উত্তর গাজা সিটিতেও দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতি ভঙ্গের পর ১৮ মার্চ থেকে প্রতিদিন গড়ে ১০০ জন ফিলিস্তিনি শিশু হত্যা বা আহত হচ্ছে, যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।