আশিক চৌধুরীকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে প্রতিমন্ত্রীর মর্যাদা প্রদান

print news
img

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছেন। সোমবার (০৭ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জাহেদা পারভীন।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে। তিনি এই পদে থাকাকালে প্রতিমন্ত্রীর মর্যাদা, বেতন-ভাতাদি এবং অন্যান্য সুবিধা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গত বছরের ১২ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে আশিক চৌধুরীকে বিডা নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার প্রচেষ্টায় ঢাকায় ৪ দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে, যেখানে ৪০টি দেশের শীর্ষস্থানীয় ছয় শতাধিক দেশি-বিদেশি বিনিয়োগকারী অংশগ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *