সাদা বলে নেতৃত্বে বদল: ইংল্যান্ডের নতুন অধিনায়ক হ্যারি ব্রুক

print news
img

সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক ব্যর্থতায় বড় রদবদল আনল ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর, ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও হতাশাজনক পারফরম্যান্সের দায় স্বীকার করে নেতৃত্ব ছাড়েন জস বাটলার।

তাঁর জায়গায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নতুন অধিনায়ক হিসেবে হ্যারি ব্রুকের নাম ঘোষণা করেছে। ব্রুক এখন থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই ফরম্যাটেই ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন।

আগে গুঞ্জন ছিল, ফরম্যাটভিত্তিক পৃথক অধিনায়ক নির্বাচন করবে ইসিবি। কিন্তু শেষ পর্যন্ত দুই ফরম্যাটের ভার একসঙ্গেই তুলে দেওয়া হলো ব্রুকের হাতে।

গত এক বছরে ব্রুক সহ-অধিনায়কের দায়িত্বে থাকায় নেতৃত্বের জন্য প্রস্তুত ছিলেন অনেকটাই। ইংল্যান্ড টেস্ট অধিনায়ক বেন স্টোকসের পাশে তিনিই ছিলেন বোর্ডের প্রাথমিক পছন্দ।

ইংলিশ ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর রব কি জানিয়েছেন, ‘অনেক আগেই আমরা ব্রুককে ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে ভাবতে শুরু করেছিলাম। যদিও এবার দায়িত্বটা তার হাতে এসেছে কিছুটা আগেভাগেই। সে কেবল অসাধারণ একজন খেলোয়াড় নয়, নেতৃত্বগুণেও সে দারুণ প্রতিভাবান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *