গোপালগঞ্জে পুলিশের ভুয়া -এসআই গ্রেপ্তার।

print news
Img

গোপালগঞ্জ সদরের ঘোনাপাড়া এলাকা থেকে পুলিশের ভূয়া এস.আই পরিচয়-দানকারী, উৎপল মন্ডল ওরফে গৌতম মন্ডল (৪২)নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত গৌতমের বাড়ি মুকসুদপুর উপজেলার দিস্তাইল গ্রামে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মির মোঃ সাজেদুর রহমান জানান, আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় পুলিশের পরিচয় দিয়ে সুবিধা নিতে যায় গৌতম।বিষয়টি জনগনের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে সঠিক বিষয়টি স্বীকার করে।পরে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *