গোপালগঞ্জে ৪৫৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে ৬৭ ফ্লাড সেল্টার

print news
Img

গোপালগঞ্জে ৪৩ হাজার মানুষের জন্য তৈরি করা হবে ফ্লাড সেল্টার কাম প্রাথমিক বিদ্যালয়। ৪৫৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে , জেলার পাঁচ উপজেলার বিভিন্ন গ্রামে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ৬৭টি চারতলা ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। অভিযোজন বৃদ্ধি এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসকল্পে টেকসই অবকাঠামো (রিভার) প্রকল্পের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)

মঙ্গলবার সকালে প্রকল্প বাস্তবায়ন উপলক্ষ্যে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।গোপালগঞ্জ এলজিইডি অফিস আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন এলজিইডির ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শরিফ উদ্দিন। প্রশিক্ষণ চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে রিভার প্রকল্পের প্রকল্প পরিচালক অরুণ কুমার চৌধুরী বক্তব্য রাখেন।

প্রশিক্ষণে এলজিইডি গোপালগঞ্জের পাঁচ উপজেলায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।এবং গোপালগঞ্জের বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *