যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

print news
img

যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রতিষ্ঠান এক্সেলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা ও ঢাকাস্থ সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের মেটা, ভিসা, শেভরন, উবার, মেট লাইফ, মাস্টার কার্ড, বোয়িং এবং ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন। প্রতিনিধিদলে যুক্তরাষ্ট্রের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালও উপস্থিত ছিলেন।

বৈঠকে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও বাণিজ্যে অশুল্ক বাধা দূর করার অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো বাংলাদেশের সঙ্গে শক্তিশালী বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী এবং এজন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার বিষয়ে সহযোগিতা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *