বাংলাবান্ধা দিয়ে নেপালে রপ্তানি হলো আরও ৩১৫ মেট্রিক টন বাংলাদেশি আলু

print news
image 143

বাংলাদেশের চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে নেপালে দ্বিতীয় দফায় আরও ৩১৫ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে। ঈদের ছুটির পর মঙ্গলবার রাতে এই চালানটি পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন।

তিনি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মোট তিন হাজার ১৫০ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে নেপালে।

নতুন চালানসহ এই পর্যন্ত পাঠানো আলুগুলো রপ্তানি করেছে চারটি প্রতিষ্ঠান—থিংকস টু সাপ্লাই, হুসেন এন্টারপ্রাইজ, স্বাধীন এন্টারপ্রাইজ ও ক্রসেস এগ্রো। প্রতিষ্ঠানগুলো রংপুর, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করেছে।

এর আগে গত ৬ ও ৭ এপ্রিল, দুই দিনে ২৫০ মেট্রিক টন করে মোট ৫০০ মেট্রিক টন আলু নেপালে পাঠানো হয়েছিল।

উজ্জ্বল হোসেন জানান, প্রতিটি চালান বন্দরের ইয়ার্ডে প্রবেশের পর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় এবং স্বাস্থ্য ছাড়পত্র পাওয়ার পর নেপালে রপ্তানির অনুমতি দেওয়া হয়।

উল্লেখ্য, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে শুধু আলু নয়, বাংলাদেশ থেকে পাট, ওষুধ, ওয়ালটন ও প্রাণের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারি ইত্যাদি পণ্যও নিয়মিত রপ্তানি হচ্ছে নেপাল ও ভারতে। বিপরীতে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, রেললাইনের স্লিপার, প্লাস্টিক দানা, খইল, আদা ও চিটাগুড়সহ বিভিন্ন পণ্য আমদানি করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *