৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছাবে না, পিএসসির চূড়ান্ত সিদ্ধান্ত

print news
img

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে প্রার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ীই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা পেছানো বাস্তবসম্মত নয়। তবে একই দিনে ৪৪তম বিসিএসের মৌখিক ও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পড়লে প্রার্থীদের জন্য বিকল্প তারিখ নির্ধারণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪, ৪৫, ৪৬ ও ৪৭তম বিসিএসসহ নন-ক্যাডারের বিভিন্ন পরীক্ষার জট নিরসনে পিএসসি একটি সমন্বিত পরিকল্পনার অধীনে কাজ করছে। এ পরিকল্পনা বাস্তবায়নে বিসিএস পরীক্ষার দীর্ঘ অপেক্ষার অবসান এবং প্রার্থীদের প্রস্তুতির দিকটি গুরুত্বসহকারে বিবেচনায় নেওয়া হয়েছে। পরীক্ষাগুলোর আয়োজন একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া হওয়ায় পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন এখন সম্ভব নয়।

পিএসসি আরও জানায়, প্রশ্নপত্র ও উত্তরপত্র ছাপানো, কেন্দ্র নির্ধারণসহ বিসিএস পরীক্ষা আয়োজনের জন্য তাদের নিজস্ব অবকাঠামো না থাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের সহায়তা নিতে হয়। এসব প্রতিষ্ঠানের একাডেমিক ক্যালেন্ডার, সরকারি পরীক্ষা ও ছুটির বিবেচনায় কেন্দ্র নির্ধারণ করতে হয়, যা পরিবর্তন করা বেশ জটিল।

যেসব পরীক্ষার্থীর মৌখিক ও লিখিত পরীক্ষা একই দিনে নির্ধারিত হয়েছে, তাদেরকে মৌখিক পরীক্ষার বিকল্প তারিখ দিতে প্রস্তুত পিএসসি। এজন্য সংশ্লিষ্ট প্রার্থীকে যথাযথভাবে কমিশনকে অবহিত করতে বলা হয়েছে। পিএসসি সকল মহলের সহযোগিতা কামনা করে জানিয়েছে, কমিশন সুষ্ঠু, নিরপেক্ষ ও সময়োপযোগী পরীক্ষা আয়োজনের লক্ষ্যে বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *