

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে আয়োজিত ঐতিহ্যবাহী ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই শোভাযাত্রা ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নামে পরিচিত হবে।
শুক্রবার সকালে চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ বলেন, “আমরা এবার পহেলা বৈশাখে যে শোভাযাত্রা আয়োজন করছি, তার নাম রাখা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। এই শোভাযাত্রার মাধ্যমে আমরা বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি বৈচিত্র্যপূর্ণ উপস্থাপনা করতে চাই।”
এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, শোভাযাত্রার উপ-কমিটির সদস্য-সচিব অধ্যাপক এ এ এম কাওসার হাসান, প্রক্টর সাইফুদ্দীন আহমদ এবং অন্যান্য সদস্যবৃন্দ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বরাবরের মতো এবারও চারুকলা অনুষদ পহেলা বৈশাখে বর্ণাঢ্য ও উৎসবমুখর শোভাযাত্রার আয়োজন করছে। তবে এবারের আয়োজন হবে আরও বড় পরিসরে এবং জাঁকজমকপূর্ণ।
শোভাযাত্রায় থাকছে দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতির প্রতিফলন, ভিন্নধর্মী শিল্প উপস্থাপনা এবং বৈচিত্র্যপূর্ণ সাজসজ্জা।
এছাড়া বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ১৪ এপ্রিল, রোববার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চারুকলার বকুলতলায় অনুষ্ঠিত হবে ‘চৈত্রসংক্রান্তি’ উৎসব। এতে সংগীত, নৃত্য, আবৃত্তিসহ নানা লোকজ ও সাংস্কৃতিক আয়োজন থাকবে।
চারুকলার এই শোভাযাত্রা বহুদিন ধরে পহেলা বৈশাখ উদযাপনের অন্যতম প্রধান আকর্ষণ এবং জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ‘মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে স্বীকৃত। নাম পরিবর্তন হলেও এর মূল ভাব ও বাঙালির ঐতিহ্য তুলে ধরার চেতনাটি অটুট থাকবে বলে আয়োজকরা জানান।