‘বাংলাদেশ’ নাম বদলের প্রস্তাব নয়, ‘প্রজাতন্ত্র’ শব্দের বিকল্প চায় ইসলামী আন্দোলন

print news
img

‘বাংলাদেশ’ নাম পরিবর্তনের কোনো প্রস্তাব তারা দেয়নি বলে দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বরং তারা দেশের সাংবিধানিক নামের অংশ ‘প্রজাতন্ত্র’ শব্দের পরিবর্তে ‘জনকল্যাণ’ যুক্ত করার প্রস্তাব করেছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

শুক্রবার (১১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “গতকাল জাতীয় ঐকমত্য কমিশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে, সেখানে ‘বাংলাদেশ’ নাম বদলের কোনো প্রস্তাব দেওয়া হয়নি। বরং ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’-এর ‘প্রজাতন্ত্র’ শব্দ নিয়ে আপত্তি জানিয়ে তার পরিবর্তে ‘জনকল্যাণ’ শব্দ ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে।”

তিনি জানান, সংবিধান সংস্কার কমিশন এরই মধ্যে ‘গণপ্রজাতন্ত্রী’ শব্দের পরিবর্তে ‘জনগণতন্ত্রী’ বা ‘নাগরিকতন্ত্র’ শব্দ ব্যবহারের প্রস্তাব করেছে। ইসলামী আন্দোলন এই প্রস্তাবের সঙ্গে একমত হলেও নিজেদের পক্ষ থেকে ‘জনকল্যাণ’ (People’s Welfare) শব্দটিকে অধিকতর অর্থবোধক ও উপযোগী বলে মনে করে।

গাজী আতাউর রহমান বলেন, “রাষ্ট্রের সাংবিধানিক নাম কোনো দেশের আদর্শ ও রাষ্ট্রচরিত্র প্রকাশ করে। যেমন— সৌদি আরব, ভারত বা পাকিস্তানের নাম তাদের মৌলিক চরিত্র বহন করে। বাংলাদেশের ক্ষেত্রে ‘প্রজাতন্ত্র’ শব্দটি সমস্যা তৈরি করছে, কারণ এটি নাগরিকদের ‘প্রজা’ হিসেবে তুলে ধরে, যা আধুনিক রাষ্ট্রব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক।”

তিনি আরও বলেন, “আমরা মনে করি, জনগণের কল্যাণই রাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত। তাই সংবিধানে ‘তন্ত্র’ নিয়ে বিতর্কের বদলে ‘জনকল্যাণ’ শব্দটি যুক্ত করা হলে রাষ্ট্রের দায়িত্ব ও দৃষ্টিভঙ্গি আরও মানবিক ও জনমুখী হবে।”

বিবৃতিতে তিনি বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের অভিযোগ এনে বলেন, “কিছু সংবাদমাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘বাংলাদেশ’ নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে বলে যেভাবে শিরোনাম করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *