“মার্চ ফর গাজা” : ঢাকায় ব্যতিক্রমধর্মী গণসমাবেশে প্রস্তুতি চূড়ান্ত

print news
img

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশ ও আন্তর্জাতিক পর্যায়ে জনমত গড়ে তুলতে ঢাকায় আয়োজিত হচ্ছে “মার্চ ফর গাজা” শীর্ষক এক ব্যতিক্রমধর্মী গণসমাবেশ। আগামী ১২ এপ্রিল, শনিবার বিকেল ৩টা থেকে মাগরিবের আগ পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এই কর্মসূচি।

এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে উদ্যানে চলছে ব্যাপক প্রস্তুতি। মঙ্গলবার থেকেই স্টেজ নির্মাণ, ওয়াচ টাওয়ার স্থাপন এবং জেনারেটর বসানোর মতো নানা কারিগরি কাজ শুরু হয়েছে। প্রতিবাদের বার্তা যেন সবার কানে পৌঁছায়, সে লক্ষ্যে উদ্যানে বসানো হয়েছে প্রায় ২০০টি সাউন্ড সিস্টেম।

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম এই কর্মসূচির আয়োজক। আয়োজকদের মতে, গাজার নিরস্ত্র ও নির্যাতিত মানুষের জন্য বিশ্বজনীন সংবেদনশীলতা তৈরির উদ্দেশ্যেই এই আয়োজন।

গণসমাবেশটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। দেশের আলেম-ওলামা, খেলোয়াড়, মিডিয়া ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানাচ্ছেন।

বিশিষ্ট ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী তার ফেসবুক পোস্টে দেশের খতিবদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা জুমার খুতবায় এই কর্মসূচির কথা তুলে ধরেন। তার এই আহ্বানে ‘মার্চ ফর গাজা’ একটি মানবিক ও ধর্মীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে।

হেফাজতে ইসলাম বাংলাদেশও এক যৌথ বিবৃতিতে এই আয়োজনকে সমর্থন জানিয়েছে এবং সর্বস্তরের মানুষকে এতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

উল্লেখযোগ্যভাবে যাঁরা এই কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন, তাদের মধ্যে আছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা ও তাইজুল ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করীম আবরার, জাতীয় নাগরিক পার্টির সংগঠক হাসনাত আবদুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক কায়েম, অভিনেতা তামিম মৃধা এবং টেন মিনিট স্কুলের আয়মান সাদিক।

আয়োজকরা আশাবাদী, ঢাকার এই গণজমায়েত বিশ্ববাসীর কাছে গাজার অবরুদ্ধ মানুষের পাশে দাঁড়ানোর এক শক্তিশালী বার্তা হয়ে প্রতিধ্বনিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *