দুর্নীতির মামলায় খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু

print news
img

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালুকে খালাস দিয়েছেন আদালত।

রবিবার (১৩ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন।

রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, “রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি। তিনি সম্পদ বিবরণী দাখিল করেছেন, এবং যেহেতু কোনো অবৈধ সম্পদ অবরুদ্ধ করা হয়নি, তাই তাকে খালাস দেওয়া হলো।”

মামলার বাদী পক্ষ দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মীর আহমদ আলী সালাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

রায় ঘোষণার সময় মোসাদ্দেক আলী ফালু তার স্ত্রীসহ আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে হাস্যোজ্জ্বল ও স্বস্তির আবহে দেখা যায়। নেতাকর্মীদের অভিনন্দন গ্রহণ করলেও তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি।

দুদক ২০০৭ সালের ৮ জুলাই ফালুর বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলাটি দায়ের করে। প্রায় এক যুগ পর ২০১৮ সালের ২৭ আগস্ট আদালত অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু করে। দীর্ঘসূত্রতার পর ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

দীর্ঘ প্রায় ১৭ বছর পর এই মামলার বিচারিক প্রক্রিয়ার সমাপ্তি হলো খালাসের মধ্য দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *