

ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে “সম্প্রীতি ভবন” নির্মাণের উদ্যোগকে বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। আজ রবিবার সকালে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের আয়োজনে এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি বিহারে অবস্থিত প্রার্থনা হল ঘুরে দেখেন এবং বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি দেশের ধর্মীয় সহাবস্থানের গুরুত্ব তুলে ধরে বলেন, “সব ধর্ম ও সম্প্রদায়ের মাঝে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতেই এই ‘সম্প্রীতি ভবন’ একটি প্রতীকী পদক্ষেপ।”