

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকার যে অনির্বাচিত, তা প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে। রবিবার (১৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদের ‘জাতীয় প্রতিনিধি সম্মেলন-২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মন্তব্যের সমালোচনা করে সালাহউদ্দিন বলেন, “গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টো পথে হাঁটছেন। নির্বাচনের কথা বলে ধোঁয়াশা সৃষ্টি করছেন। এটা কি গণতন্ত্রের প্রতিফলন? আপনারা তো নির্বাচিত সরকারের বিকল্প হতে পারেন না। আপনারা অবশ্যই অনির্বাচিত।” তিনি বলেন, এই সত্যটা প্রতিদিন জনগণকে মনে করিয়ে দেওয়া হবে।
প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে সালাহউদ্দিন বলেন, প্রধান উপদেষ্টা যখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দেন, তখন উপদেষ্টারা দাবি করেন, জনগণ তাদের পাঁচ বছরের জন্য চায়। তিনি প্রশ্ন তোলেন, “গণঅভ্যুত্থান যদি কাউকে নির্বাচিত করে থাকে, তাহলে নির্বাচন কমিশনের প্রয়োজন কী?”
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আপার বক্তব্যের সমালোচনায় তিনি বলেন, “কালকে তিনি বললেন তারা নির্বাচিত। কিভাবে? গণঅভ্যুত্থানে জনগণ তাদের নির্বাচিত করেছে?” কবি ফরহাদ মজহারের বক্তব্য নিয়েও তিনি প্রশ্ন তোলেন, “নির্বাচনের মাধ্যমে যদি গণতন্ত্র না আসে, তাহলে শহীদদের রক্ত আর গণঅভ্যুত্থান কি ব্যর্থ হয়ে গেল?”
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, “আপনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্মানিত ব্যক্তি। নির্বাচন নিয়ে আপনার অবস্থান পরিবর্তন জাতি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নেতিবাচকভাবে প্রতিফলিত হবে।”
সম্মেলনে ভাসানী অনুসারী পরিষদের পক্ষ থেকে দলের নাম পরিবর্তন করে ‘ভাসানী জনশক্তি পার্টি’ ঘোষণা দেওয়া হয়। সর্বসম্মতভাবে দলের নতুন গঠনতন্ত্র অনুমোদিত হয় এবং শেখ রফিকুল ইসলাম বাবলুকে চেয়ারম্যান ও আবু ইউসুফ সেলিমকে মহাসচিব করে ১২১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার রাশেদ প্রধান প্রমুখ।