চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল, ‘আলোচনা ও ঐক্যের মাধ্যমেই সমাধান সম্ভব’

print news
img

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরে এক সপ্তাহের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

দেশে ফেরার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “আলোচনা ও ঐক্যের মধ্য দিয়েই এই দেশের রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব। নির্বাচনের রোডম্যাপসহ সকল সমস্যা একমাত্র ঐক্যের পথেই সমাধান হবে। নিঃসন্দেহে ঐক্য সম্ভব হবে।”

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “এবারের বৈশাখ অতীতের সব জঞ্জাল সরিয়ে এক নতুন বাংলাদেশ তৈরির পথ উন্মোচন করবে। আমরা সেই প্রত্যাশায় আছি।”

এর আগে, গত ৬ এপ্রিল তিনি ও তার স্ত্রী রাহাত আরা বেগম স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান। উল্লেখযোগ্যভাবে, ২০১৫ সালে কারাবন্দী অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। মুক্তির পর থেকে তিনি নিয়মিতভাবে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা ও ফলোআপ করিয়ে আসছেন।

২০২৪ সালের ১ সেপ্টেম্বরেও তিনি একই উদ্দেশ্যে সিঙ্গাপুরে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *