উপাচার্য অপসারণের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের হল দখল আন্দোলন

print news
img

তালা ভেঙে হলে প্রবেশ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ২টা থেকে ছাত্রদের ছয়টি হলের তালা ভেঙে তারা হল দখলে নেন। এসময় তারা ঘোষণা দেন, উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত তাদের এক দফা আন্দোলন চলবে।

শিক্ষার্থীরা জানান, দুপুর পৌনে একটার দিকে তারা ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এরপর বিক্ষোভ মিছিল সহকারে বিভিন্ন বিভাগের সামনে গিয়ে হ্যান্ডমাইকে শিক্ষকদের হল খুলে দেওয়ার আহ্বান জানান। মিছিল শেষে তারা স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার (SWC) ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান ও প্রতিবাদ জানান।

দুপুর ২টা থেকে শুরু করে একে একে ছাত্রদের ছয়টি হলে তালা ভেঙে শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করেন। প্রশাসন তাদের বাধা দেয়নি। হলগুলোর মধ্যে রয়েছে—সাদত হল, লালন শাহ হল, রবীন্দ্রনাথ ঠাকুর হল, আলবেরুনী হল, মাইকেল মধুসূদন হল ও খান বাহাদুর আহ্ছানউল্লা হল।

এর আগে, সোমবার রাতের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২ মে বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়া হবে এবং ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে। একইসাথে ফেব্রুয়ারি মাসে সংঘর্ষে জড়িত ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। তবে শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে সন্তুষ্ট না হয়ে সরাসরি উপাচার্যের অপসারণের দাবিতে চূড়ান্ত অবস্থানে গেছেন। এখন পুরো কুয়েট ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *