

দেশজুড়ে এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে মোট ১০১ জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে পরীক্ষার্থী ৮৩ জন এবং পরিদর্শক ১৮ জন। মঙ্গলবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিন অনুষ্ঠিত হয় এসএসসিতে ইংরেজি প্রথম পত্র, দাখিলে আরবি দ্বিতীয় পত্র এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে গণিত-২ বিষয়ের পরীক্ষা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবারের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১৭ লাখ ৫৭ হাজার ৩৬ জন পরীক্ষার্থীর। তবে অংশ নিয়েছে ১৭ লাখ ২৪ হাজার ৯৩ জন। অর্থাৎ অনুপস্থিত ছিলেন ২৮ হাজার ৯৪৩ জন।
দেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়, যার মধ্যে ৯টি কেন্দ্র ছিল বিদেশে। বিদেশের কেন্দ্র বাদে দেশের ৩ হাজার ৭০৬টি কেন্দ্রের তথ্য প্রকাশ করেছে বোর্ড কমিটি।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ১০ এপ্রিল। প্রথমদিন এসএসসিতে বাংলা প্রথম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ এবং ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।