গফরগাঁওয়ে পরীক্ষাকেন্দ্রে প্রশ্ন ফাঁস ও নকলচেষ্টা: দুইজন আটক, একজন বহিষ্কার

print news
img

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) গফরগাঁও মহিলা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সময় প্রশ্ন ফাঁসের চেষ্টাকালে দু’জনকে আটক করেছে প্রশাসন।

পরীক্ষাকেন্দ্র থেকে মো. জায়িব মিয়া এবং পরে সাকিব নামের আরও একজনকে প্রশ্নপত্রের ছবি তুলে শিক্ষার্থীদের সাহায্যের অপচেষ্টার অভিযোগে আটক করা হয়। এ সময় সন্দেহভাজন পরীক্ষার্থীদের ওপর বিশেষ নজরদারি চালানো হয়।

আটককৃতদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। একইদিন ইসলামিয়া স্কুল কেন্দ্রে পরীক্ষাকালে নকল করার অভিযোগে আরও একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশ্নফাঁস, নকল, দায়িত্বে অবহেলা, অবৈধ অনুপ্রবেশসহ যেকোনো ধরনের পরীক্ষাসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও পরীক্ষার্থীদের পড়াশোনা করে সুষ্ঠু উপায়ে বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

গফরগাঁও উপজেলা প্রশাসন স্পষ্ট করেছে যে, নকলের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *