গফরগাঁও পৌরসভায় লটারির মাধ্যমে OMS ডিলার নিয়োগ, নির্বাচিত ৬ জনের নাম প্রকাশ

print news
img

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভায় ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির আওতায় লটারির মাধ্যমে ৬ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে গফরগাঁও উপজেলা পরিষদের হলরুমে এই লটারির আয়োজন করা হয়। পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে মোট ৩৯ জন আবেদনকারী এই প্রক্রিয়ায় অংশ নেন।

লটারির কার্যক্রম পরিচালনা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আব্দুল্লাহ ফারুক এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন.এম. আব্দুল্লাহ আল মামুন।

লটারিতে নির্বাচিত OMS ডিলাররা হলেন:

১. চাঁদনী মোড় – মোশারফ হোসেন
২. বিশ্বরোড মোড় – আমিনুল ইসলাম
3. জিরানী মোড় – রাকিব আহমেদ
৪. শিবগঞ্জ রোড – আজমুল হক ইয়াসিন 
৫. কলেজ রোড – আব্দুল আজিজ সাদেক
৬. মহিলা কলেজ রোড – আব্দুল সাত্তার

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আয়নাল ইসলাম, নির্বাহী সদস্য হানিফ খান, গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান মিন্টু, সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও OMS ডিলারের জন্য আবেদনকারী সকল প্রার্থীই অনুষ্ঠানে উপস্থিত থেকে লটারি প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *