জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বক্তব্য: নির্বাচনের আগে ফ্যাসিস্ট শাসনের বিচার ও গঠনমূলক সংস্কার চাই

print news
img

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যে উদ্যোগ চলছে, তা দেশবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন এবং জামায়াতে ইসলামী সে প্রক্রিয়াকে স্বাগত জানায়। তিনি বলেন, “গণতান্ত্রিক, ফ্রি-ফেয়ার নির্বাচন চাইলে প্রয়োজন গঠনমূলক রাজনৈতিক সংস্কার এবং অতীতের গুম-খুন-নির্যাতনের বিচার। ১৫ বছর ধরে শেখ হাসিনা ও তার শাসনযন্ত্র আমাদের রক্তের সাগরে ভাসিয়েছে।”

গতকাল (১৫ এপ্রিল) চৌদ্দগ্রাম বাজারে উপজেলা জামায়াত আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, পৌর জামায়াতের নেতৃবৃন্দ ও স্থানীয় শিবিরের সাবেক নেতারা।

পরওয়ার বলেন, “শাপলা চত্বরের হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ এবং মাওলানা সাঈদী সাহেবের হত্যাকাণ্ডের ন্যায়বিচার না হলে নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। সংস্কার ও বিচারের প্রক্রিয়া শেষে যদি আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন দেওয়া হয়, জামায়াত তাতে অংশগ্রহণ করবে।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ ২০১৪ সালে ভোটারবিহীন, ২০১৮ সালে রাতের ভোট এবং ২০২৪ সালে ‘আমি আর ডামি’ নাটকের মাধ্যমে প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় এসেছে। শেখ হাসিনা ফ্যাসিবাদী পন্থায় দেশের গণতন্ত্র ও ভোটাধিকার ছিনিয়ে নিয়েছেন।”

একই দিন সকালে লাকসাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত লাকসাম উপজেলা ও পৌর জামায়াতের যৌথ কর্মী সম্মেলনেও একই বক্তব্য পুনর্ব্যক্ত করেন তিনি। সেখানে তিনি বলেন, “সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার এবং মানবতাবিরোধীদের বিচার কার্যক্রম সম্পন্ন করে জাতীয় নির্বাচন আয়োজনে এগিয়ে যেতে হবে।”

পরওয়ারের বক্তব্যে স্পষ্ট, জামায়াতে ইসলামী নতুন রাজনৈতিক বাস্তবতায় অংশ নিতে প্রস্তুত—তবে শর্ত একটাই: গণতন্ত্রের পূর্বশর্ত হলো বিচার ও সংস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *