ভবিষ্যৎ গড়তে হলে নিজেকেই এগোতে হবে: মির্জা ফখরুল

print news
img

আমাদের দেশের ভবিষ্যৎ আমাদেরকেই নির্মাণ করতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমেরিকা থেকে এসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীন থেকে এসে প্রেসিডেন্ট শি জিনপিং কিংবা ভারতের প্রধানমন্ত্রী মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে দিয়ে যাবে না। যা করার আমাদেরকেই করতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে মনের মধ্যে গেঁথে নিতে হবে।” তিনি বলেন, “সবাই ঐক্যবদ্ধ হয়েছি, হতেও হবে। যেভাবে গণঅভ্যুত্থানে সবাই এক হয়েছিল সেভাবেই এক হয়ে কাজ করতে হবে।”

শনিবার রাজধানীতে ‘বাংলাদেশের ক্ষমতায়ন: নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন দেশের পরিস্থিতি ও ভবিষ্যৎ ভালো হবে, খুব ভালো হবে। তবে এর জন্য নিজেদের উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টা জরুরি। তিনি আরও বলেন, বর্তমানে সবাই ভিন্ন দিকে নজর দিচ্ছেন, অথচ মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া বাড়তি শুল্ক দেশের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। এটি দ্রুত সমাধান না হলে অর্থনীতিতে বড় সংকট তৈরি হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

সভায় দেশের কৃষিখাতে নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কৃষকদের প্রতি গুরুত্ব সহকারে কাজ করতে হবে। মাঠেঘাটে যারা কাজ করছেন তাদের প্রতি গুরুত্ব দিতে হবে। তাহলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে।” তিনি ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ভূমিকা নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “ড. ইউনূস সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি চেষ্টা করছেন। তাকে ধন্যবাদ জানাই। আশা করি তিনি সফল হবেন। আসুন আমরা নিজেরা নিজেদের সাহায্য করি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *