

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপালগঞ্জে পৌর আওয়ামী লীগের সদস্য মাহামুদুর রহমান দুলুর দলীয় পদ স্থগিত করা হয়েছে। পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রিন্স গাজী স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জানানো হয়।
রবিবার (২০ এপ্রিল) তার সদস্যপদ স্থগিত করা হয়।
চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির ও সাধারণ সম্পাদক মো. আলিমুজ্জামান বিটুর নির্দেশে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য মাহামুদুর রহমান দুলুর পদ স্থগিত করা হয়েছে। একই চিঠিতে তার অপতৎপরতা বন্ধে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়।