বন্যা পর্যবেক্ষণে কুমিল্লা-ফেনী-নোয়াখালী অঞ্চলে ‘মনিটরিং সেল’ গঠন করেছে বিএনপি

print news
img

নিজস্ব প্রতিবেদক
দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে কুমিল্লা, ফেনী ও নোয়াখালীতে অতি বৃষ্টি ও বন্যা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে সার্বিক তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে একটি ‘মনিটরিং সেল’ গঠন করেছে বিএনপি।

রবিবার (১৩ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু।

দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেড খান মো. রিয়াজ উদ্দিন নসু স্বাক্ষরিত বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, “বন্যা পরিস্থিতির সার্বিক পর্যবেক্ষণ এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দলীয়ভাবে কার্যকর তৎপরতা নিশ্চিত করার লক্ষ্যে মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল সংশ্লিষ্ট জেলার নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে বন্যার তথ্য সংগ্রহ, জরুরি সহায়তা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানে দায়িত্ব পালন করবে।”

মনিটরিং সেলের সদস্যরা হলেন:

  • আকরামুল হাসান মিন্টু – নির্বাহী কমিটির সদস্য
  • ফজলুর রহমান খোকন – নির্বাহী কমিটির সদস্য
  • ইকবাল হোসেন শ্যামল – নির্বাহী কমিটির সদস্য
  • কাজী রওনকুল ইসলাম শ্রাবণ – নির্বাহী কমিটির সদস্য
  • সাইফ মাহমুদ জুয়েল – নির্বাহী কমিটির সদস্য

বিএনপি মনিটরিং সেলের নেতারা বন্যাদুর্গত এলাকায় সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়ে কাজ করবেন এবং দলের হাইকমান্ডকে নিয়মিত অবহিত করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *