“শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি— সচিবালয়ের সামনে বিক্ষোভে শিক্ষার্থীরা”

print news
img

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ নানা দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে শিক্ষা ভবন থেকে মিছিল সহকারে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে জড়ো হন শতাধিক শিক্ষার্থী। সেখানে তারা অবস্থান নিয়ে “ভুয়া ভুয়া”, “আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সচিবালয়ের সবগুলো প্রবেশদ্বার বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ ও র‌্যাব সদস্যরা গেটের ভেতর এবং বাইরে সতর্ক অবস্থান নেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি অংশ সচিবালয়ের প্রধান ফটক ঘিরে রাখেন এবং কিছুক্ষণ পর ঢাকা বোর্ড ও শিক্ষা ভবনের সামনেও অবস্থান নেয়।

শিক্ষার্থীদের অভিযোগ:

  • বিমান বিধ্বস্তের মতো বড় ঘটনা সত্ত্বেও এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়নি সময়মতো। রাত ৩টার দিকে হঠাৎ স্থগিত করা হয়, যা শিক্ষার্থীদের প্রতি চরম অবহেলার পরিচায়ক।
  • শিক্ষা উপদেষ্টা ছাত্র-অভিভাবকদের উদ্বেগ উপেক্ষা করে দায়িত্বহীন আচরণ করেছেন। তারা প্রশ্ন তোলেন— “তিনি কার প্রতিনিধি? ছাত্রদের না কোনো পক্ষের?”
  • শিক্ষার্থীরা ঘোষণা করেন— “আমরাই বসিয়েছি, আমরাই নামাবো।”

এছাড়া শিক্ষার্থীদের আরেকটি দল ঢাকা বোর্ডে ফেল করা পরীক্ষার্থীদের পুনঃমূল্যায়ন এবং নতুন করে ফলাফল প্রকাশের দাবি তুলে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়।

মূল দাবি:

  1. শিক্ষা উপদেষ্টার পদত্যাগ
  2. এইচএসসি স্থগিতের পূর্বানুমতি না দিয়ে বিভ্রান্তিকর আচরণের তদন্ত
  3. এসএসসি ফেল করা পরীক্ষার্থীদের ফল পুনর্মূল্যায়ন
  4. মাইলস্টোন ট্র্যাজেডির পূর্ণ তদন্ত ও দোষীদের বিচার
  5. শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ও পরিকল্পনার অভাব দূর করার দাবি

এ রিপোর্ট লেখা পর্যন্ত সচিবালয়ের বাইরে শিক্ষার্থীদের অবস্থান বিক্ষোভ চলছিল। কর্তৃপক্ষ এখনো কোনো বিবৃতি দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *